এলো ঋতুরাজ বসন্ত, আজ পহেলা ফাল্গুন

আজ বুধবার, পহেলা ফাল্গুন।  ঋতুরাজ বসন্তের আগমনে অন্তরে অন্তরে বাঙালি গেয়ে উঠবে ‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়।’

এই দিনে জমে ওঠে নতুন নতুন আয়োজন, উৎসব-পার্বণ। পুরনো চিরায়ত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে মিলে যায় সব বয়সী নারী-পুরুষ। নগর-শহর-গ্রামে। বাসন্তী বাতাসে মন উড়িয়ে নানা রঙে সেজে ওঠে সব জনপদ। অবশ্য একটু এগিয়েই থাকে নতুন প্রজন্ম।

আগেই পহেলা ফাল্গুনের উৎসবে মেতে উঠতে প্রস্তুত হয়ে উঠেছে দেশের উত্তরাঞ্চলীয় বিভাগ রংপুরের জেলাগুলো । তবে উৎসবটা যেন একটু বেশিই রংপুর নগরীজুড়ে। 

বিভিন্ন সংগঠনের রকমারি আয়োজন তো রয়েছেই। ব্যক্তি-পরিবারেও নানা প্রস্তুতি ছিল যথারীতি। অনেকেই কিনেছেন নতুন পোশাক। তেমনি ফুল-উপহার কিনেছেন উৎসব পাগল বাঙালি।

এ সম্পর্কিত আরও খবর...

 আজ বিশেষ করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রোকেয়া কলেজ, টাউনহল চত্বরসহ বিভিন্ন এলাকায় বিপুল মানুষের উৎসবমুখর সমাগম ঘটবে। এ ধারণা শিক্ষার্থীসহ নগরীর বিভিন্ন শ্রেণীর মানুষের।

 এদিকে গতকাল মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে রংপুর নগরীরর ফুলের দোকানগুলোতে।

তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ সেখান থেকে কিনেছেন নানা ধরণের ফুল। কেউ তা নিজের বা কোনো অনুষ্ঠানের সাঁজগোজে ব্যবহার করবেন। অনেকে নিজের ভালবাসার মানুষ, বন্ধু কিংবা প্রিয়জনদের উপহার দিবেন সেই ফুল।

রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া ও চিড়িয়াখানা সড়কের ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন, পহেলা ফাল্গুনে এবার গোলাপ ও গাঁদা ফুলের চাহিদা বেশি।

এমএইচ/রাতদিন