গঠনে ভাঙার উপাদান ছিল, ঐক্যফ্রন্ট না টেকারই কথা: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের রাজনীতির অভিজ্ঞাতা থেকে দেখেছি- ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙার উপাদান ছিল। সেই ফ্রন্ট না টেকারই কথা।’

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপিকে ডেকে আনা হয়নি, উপজেলা নির্বাচনেও হবে না,’ বলেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে গুরুত্ব দিলে উপজেলা নির্বাচনে নিজ থেকেই আসবে। যেমন তারা জাতীয় নির্বাচনে এসেছেন, এ নির্বাচনেও তেমন আসবেন। যোগ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের বিশাল বিজয়ের পর সরকার তিনটি বিষয়ে খুব কঠোর আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার বিজয়ী সমাবেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকার আরও কঠোর হতে বলবে।

১৯ জানুয়ারির সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে গণজোয়ার সৃষ্টি হয়ে স্মরণকালের বিশাল সমাবেশে রূপ নেবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ।

তিনি আরও বলেন, ‘এটি শেখ হাসিনা ও আওয়ামী লীগের সততার ফসল। সারা দেশ থেকে মানুষের ঢল নামবে বিজয় সমাবেশে।’

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রিয় বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এমআরডি-১৮/০১/২০১৯