করোনাভাইরাসঃ বাংলাদেশ আসছেন না দেব, শুটিং বাতিল

কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের বাংলাদেশে শুটিং বাতিল করা হয়েছে । ২২ মার্চ ‘কমান্ডো’ ছবির শুটের জন্য বাংলাদেশ আসার কথা ছিল এ অভিনেতার। কিন্তু করোনার জন্য এই যাত্রা বাতিল  করেছেন তিনি।  আপাতত বাতিল শুটিংও।

দেব জানিয়েছেন, ‘আমি বাংলাদেশ যাচ্ছি না। করোনার জন্য আপাতত আমার ট্রাভেল বন্ধ। এই প্রাণঘাতী ভাইরাস আমার শুটিং প্ল্যান নষ্ট করে দিচ্ছে। মে মাসে আমার ‘হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী’ ও ‘টনিক’ আসছে। এখন থেকেই ভাবছি কী করব? মু্ক্তির দিন কি পেছাতে হবে? বুঝতে পারছি না। করোনার আতঙ্কে পিছিয়ে গেল ‘সূর্যবংশী’র মুক্তির দিনও।’

এদিকে বাংলাদেশের ছবিতে প্রথম কাজ করার অফার পেয়ে খুশি হয়েছিলেন অভিনেতা দেব। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার দিয়ে বাংলাদেশে প্রথম কাজ করার আনন্দ ভাগ করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে। লিখেছিলেন, নতুন শুরু, নতুন যাত্রা। বাংলাদেশে প্রথম..। সত্যিই এজন্য আমি রীতিমত উত্তেজিত। আপনাদের সমর্থন ও দোয়া চাই।

সেলিম খান প্রযোজিত ও শামীম আহমেদ রণি পরিচালিত বাংলাদেশের ‘কমান্ডো’ ছবিতে দেব অভিনয় করছেন। এরই মধ্যে এই ছবির শুট শুরু হওয়ার কথা ছিল।