করোনায় দুদক পরিচালকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালক। গত ১ এপ্রিল ভোর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

আজ সোমবার, ৬ এপ্রিল সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, দুদকের ওই কর্মকর্তার জ্বর-কাশিসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে তিনি ৩০ মার্চ জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যোগাযোগ করেন। পরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যকর্মীরা। নমুনা পরীক্ষার পর ওই কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

ওইদিন রাতেই তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর ১ এপ্রিল ভোর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই আজ সকালে মারা যান তিনি।

এদিকে ওই কর্মকর্তার মৃত্যুর ঘটনায় তার স্ত্রী-সন্তান আইসোলেশনে রয়েছেন। এছাড়া তার সংস্পর্শে আসা দুদকের সহকর্মীরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে।

তার মৃত্যুতে দুর্নীতি দম কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ গভীর শোক জানিয়েছেন।

জেএম/রাতদিন