করোনায় বিভাগে মৃত্যু ১ হাজার ১৩৬, সর্বোচ্চ দিনাজপুর, সর্বনিম্ন লালমনিরহাট

গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) রংপুর বিভাগে করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২০৯ জন। আর এ সময়ে মারা গেছেন সাতজন।

আজ শুক্রবার, ২০ আগষ্ট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঠাকুরগাঁওয়ে তিনজন। রংপুর, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে ১ জন করে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সাতজন নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৩৬ জন। এর মধ্যে:

  • দিনাজপুরে সর্বোচ্চ ৩১০ জন
  • দ্বিতীয় সর্বোচ্চ রংপুর ২৬৭ জন
  • ঠাকুরগাঁওয়ের ২২৭ জন
  • নীলফামারীর ৮০ জন
  • পঞ্চগড়ের ৭২ জন
  • কুড়িগ্রামের ৬২ জন
  • ও গাইবান্ধার ৫৯ জন ও
  • লালমনিরহাটের ৫৯ জন

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২০৯ জনের। এর মধ্যে রংপুরে ৪৪ জন, দিনাজপুরে ২৯ জন, কুড়িগ্রামে ২৪ জন, নীলফামারীতে ১৯ জন, ঠাকুরগাঁওয়ে ২৮ জন, গাইবান্ধায় ৩৭ জন, পঞ্চগড়ে ১৬ জন ও লালমনিরহাটে ১২ জন।

সব মিলিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে মোট ৫১ হাজার ৪৫২ জনে।

জেএম/রাতদিন

মতামত দিন