করোনায় মৃতের সংখ্যা ৫১ হাজার ছাড়ালো, আক্রান্ত ১০ লাখ

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৫১ হাজার এবং আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম দেখা দেয়া এই ভাইরাস এখন বিশ্বের ১৮০ দেশে ছড়িয়ে পড়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, ২ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত সারাবিশ্বে ১৮১ টি দেশে করোনা সংক্রমিত হয়েছে ১০ লাখ ২ হাজার ১৫৯ ব্যক্তির মধ্যে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৮৫।

এ ভাইরাস প্রকোপের কেন্দ্রবিন্দু এখন ইউরোপ। যদিও ধীরে ধীরে সেই কেন্দ্রস্থল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই ইউরোপের। সবার ওপরে আছে ইতালি, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১৩ হাজার ৯১৫ জন। প্রাণহানিতে দ্বিতীয় স্থানে আছে স্পেন, ১০ হাজার ৯৬ জন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৬৪৮ জন।

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ৪ হাজার ৫০৩ জন। পঞ্চম স্থানে রয়েছে করোনার উৎপত্তিস্থল চীন। দেশটিতে এখন করোনা নিয়ন্ত্রণে থাকলেও প্রাণ গেছে পর্যন্ত ৩ হাজার ৩২২ জনের। মৃতের সংখ্যায় ষষ্ঠ স্থানে থাকা ইরানে ৩ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে বাংলাদেশে গত বৃহস্পতিবার পর্যন্ত ৫৬ জন করোনা রোগীকে শনাক্ত করা হয়। এ ভাইরাসে এখন পর্যন্ত ছয়জন রোগী মারা গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানায়।

জেএম/রাতদিন