করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন বাংলাদেশি বাবা শফিকুল ইসলাম ও শাকিল। গত শুক্রবার অল্প সময়ের ব্যবধানে তাঁরা মারা যান। শাকিল চিকিৎসক ছিলেন। আর হাসপাতালে এখন করোনার সঙ্গে লড়ছেন শফিকুলের স্ত্রী রাশিদা খানম।
পরিবারটির বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরের লৌহজংয়ের কাজির পাগলা গ্রামে।
মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাজির পাগলা গ্রামের বাসিন্দা মো. অলিউর ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব ‘১৯৭২ সালে আমরা একসঙ্গে ম্যাট্রিক পাস করি। ১৯৯১ সালে শফিকুল ডিভি ওয়ান লটারি পেয়ে সপরিবার আমেরিকায় যায় এবং সেখানেই বসবাস করছিল। তারপরও এলাকার সঙ্গে ভালো যোগাযোগ ছিল। সেখানেই তাদের দাফন করা হচ্ছে বলে শুনেছি,’ বলেন তিনি।
এবি/রাতদিন