করোনা সন্দেহে ঠাকুরগাঁওয়ের ১৪ জনের নমুনা সংগ্রহ

ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলা থেকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ১৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ব্যক্তিরা জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে ভূগছিলেন।

শুক্রবার, ৩ এপ্রিল এ তথ্য জানান ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রকিবুল আলম।

এদের মধ্যে একজন বিদেশফেরত রয়েছেন। তবে তিনি বাড়িতে এসেছেন প্রায় ৩০ দিন আগে।

ডা. রকিবুল আলম বলেন, জ্বর সর্দি, কাশি, গলা ব্যথা নিয়ে রোগীরা নিজে থেকেই করোনা পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে মেডিক্যাল টিম পাঠিয়ে তাদের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের থেকে আলাদা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

এদিকে ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সারাদিনের মধ্যে মাত্র চার ঘণ্টা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সামাজিক দূরত্বে নিশ্চিত করার জন্য বিভিন্নভাবে কাজ করছেন।

মসজিদগুলোতে শুধু ফরজ নামাজ আদায় করতে নির্দেশনা দিয়ে মাইকিং করেছে ঠাকুরগাঁও জেলা ইসলামিক ফাউন্ডেশন।

জেএম/রাতদিন