কলকাতায় ‘বাংলা উৎসব’

কলকাতায় শুক্রবার, ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বাংলা উৎসব’। বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতা চেম্বার অব কমার্স যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

বাংলা গানের বৈচিত্র-প্রাচুর্য তুলে ধরতেই মূলত এ আয়োজন।

বাংলা সংগীতে বিশেষ অবদানের জন্য উৎসবে সম্মাননা জানানো হবে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও ভারতের আরতি মুখোপাধ্যায়কে।

প্রতিবেশি দেশটির ওই শহরের নজরুল মঞ্চে তিন দিনের উৎসবে বাংলাদেশ থেকে অর্ধশতাধিক শিল্পী যোগ দিচ্ছেন।

তাদের মধ্যে রয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বুলবুল ইসলাম, শ্যামা রহমান, চন্দনা মজুমদার, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও ব্যান্ডদল দলছুট ।

অপরদিকে শুভমিতা, নচিকেতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তীসহ ভারতের অনেক শিল্পি উৎসবে যোগ দেওয়ার কথা রয়েছে।

উৎসব চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।

আরইসলাম/০৪.০১.১৯

মতামত দিন