কালীগঞ্জের সেই সুমন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম সুমন ওরফে সজল (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের  মহেশার আলীর ছেলে।

সোমবার, ৬ মে মধ্যরাতে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর পাশে পূর্ব ইচলী গ্রামে এ ঘটনা ঘটে। সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণা এবং মাদকের অন্তত ১৪ টি মামলা রয়েছে বলে জানা গেছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান সাইফ জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সুমনসহ আরও দুইজন একটি মোটরসাইকেলে যাওয়ার সময় পূর্ব ইচলী এলাকায় পুলিশ তারে চ্যালেঞ্জ করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সুমন আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এ ঘটনার সময় একটি ওয়ান সুটার গান ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, সুমন রংপুর নগরীর বিভিন্ন হোটেলে ওঠা নারীদের ছবি তুলে তাদের জিম্মি করে টাকা আদায়সহ ধর্ষণ করতো।

এইচএ/রাতদিন