কালীগঞ্জে চাকুরী স্থায়ী করার দাবিতে বিদ্যুৎ বিল বিতরণকারীদের কর্মবিরতি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিচরেট মিটার পাঠক ও বিদ্যুৎ বিল বিতরণকারী কর্মচারীরা চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

শনিবার, ২৩ জানুয়ারি দুপুরে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে চাকরী স্থায়িকরণ ও এমডির দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির শুরু করেন তারা। এতে সভাপতি এরশাদুল হকের নেত্রীত্বে নেসকো অফিসের সামনে বসে আন্দোলনের ডাক দেন কর্মচারীরা। এতে বক্তব্য রাখেন, সভাপতি এরশাদুল হক, সদস্য শাহিনুর আলম খোকন প্রমুখ।

পিচরেট কর্মচারীরা জানান, দীর্ঘদিন থেকে এ পেশার সাথে জড়িত অথচ আমাদের চাকুরী থেকে বাদ দেয়ার চেষ্টা করছেন। এ নিয়ে আন্দোলন করলে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো) লিমিটেডের এমডি আশ্বাস দেন। কিন্তু সেটি আজও বাস্তবায়ন করেন নি। ফলে আমরা সবাই দু’চিন্তার মধ্যে রয়েছি। চাকুরী স্থায়ীর দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষনা দিবেন বলে পিচরেট কর্মচারী জানান।

মতামত দিন