কালীগঞ্জে আগুনে নিঃস্ব তিন পরিবার

অগ্নিকান্ডে লালমনিরহাটের কালীগঞ্জে তিনটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। আগুনে এসব পরিবারের ঘরবাড়িসহ আসবাবপত্র, গবাদিপশু ও নগদ অর্থ পুড়ে গেছে।

আজ মঙ্গলবার, ৩০ মার্চ ভোরের দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের গেগড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার আশ্বাস দেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে গেগড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে প্রথমে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা কিছুক্ষনের মধ্যে রফিকুলের ছেলে শাহীন ও কোহিনুরের বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও তিন পরিবারের ঘর, ধান, চাল, কাপড়, গরু, ছাগল, ৮০ হাজার টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ রফিকুল ইসলাম বলেন, ‘শবে বরাতের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে বাড়িতে এসেই ঘুমিয়ে পড়ি। এই অবস্থায় হঠাৎ ঘরের এক কোনায় আগুন দেখতে পাই। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আমাদের ১০ লাখ টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে’।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদের জানান, এক ঘন্টারও বেশী সময় লাগে আগুন নিয়ন্ত্রনে আনতে। এতে তিনটি পরিবারের ৮ লক্ষ্ টাকার ক্ষতি হয়েছে।

ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

এবি/রাতদিন

মতামত দিন