কালীগঞ্জে এক ব্যক্তির নামে ৪০ একর সরকারি জমি রেকর্ড!

লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধ দখলদারদের কাছ থেকে খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্টনের দাবিতে মানববন্ধন করেছে চরবাসী।  আজ বৃহস্পতিবার,  ২৪ ডিসেম্বর বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের কাশিরামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিবছরই ঘরবাড়িসহ ফসলী জমি তিস্তা নদীর গর্ভে বিলিন হয়ে যায়।  কিছুদিন যেতেই আবার জেগে উঠে বালুচর।  সেসময় তা নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে ওঠে ভূমিদস্যুরা।

তারা আরও জানান, উপজেলার ভোটমারী ইউনিয়নের শালহাটি নোহালি মৌজার আমিন উদ্দিন নামে এক ব্যক্তির নামে ৩৯ দশমিক ৭০ একর খাসজমি বিআরএসে রেকর্ডভুক্ত হয়।   জমিগুলো কয়েক যুগ ধরে স্থানীয় ভূমিহীন পরিবারগুলো চাষাবাদ করে আসছিল।  এসব জমি উদ্ধারেরও দাবি জানান তারা।

মানববন্ধন চলাকালে সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন উপস্থিত হয়ে সরকারি জমি উদ্ধারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়ার পর মানববন্ধন শেষ করা হয়।

জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান,   ঠিক কী কারণে এবং কিভাবে সরকারি জমি এক ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হলো তা তদন্ত শেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরআই/রাতদিন