কালীগঞ্জে ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে পুলিশিং সমাবেশ

সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শনিবার, ১৭অক্টোবর সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হলে ধর্ষণ, নারী নির্যাতন ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী,শিক্ষার্থী,জনপ্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষক,শিক্ষার্থী, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ রবিউল হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) তাপস সরকার,কালীগঞ্জ থানার ওসি আরজু মো: সাজ্জাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা বানু, তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম,সরকারি করিম উদ্দিনপাবলিক কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

এদিকে লালমনিরহাট বিট-২৫ (চন্দ্রপুর ইউনিয়ন) ইনচার্জ এসআই মো. আলীর নেতৃত্বে ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে ধর্ষণ,নারী নির্যাতন ও মাদক বিরোধী বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি মোঃ সিরাজুল হক, সাংবাদিক শেখ আবদুল আলিম,সাবেক ছাত্রলীগ সভাপতি আবু সাঈদ প্রমুখ।

এসকে/রাতদিন