কালীগঞ্জে বাদপড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের নতুন তারিখ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের বাদপড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের জন্য সময়সুচি  নির্ধারণ করেছে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ গত ৯ জুন এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ১৬ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এ চারদিন কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাদপড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।  

১৬ জুন  তুষভান্ডার ও ভোটমারী ইউনিয়নের বাদপড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ হবে । ১৭জুন বিতরণ হবে মদাতী ইউনিয়ন ও দলগ্রাম ইউনিয়ন।

১৮ জুন বিতরণ হবে চন্দ্রপুর ইউনিয়ন ও গোড়ল ইউনিয়ন। ১৯ জুন চলবলা ইউনিয়ন ও কাকিনা ইউনিয়নের বাদপড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল ২০১৯ তারিখ থেকে শুরু হয়ে ১২ জুন ২০১৯ তারিখ পর্যন্ত উপজেলার স্ব স্ব ইউনিয়নের ৪২ টি স্থানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে উপজেলায় বিতরণযোগ্য স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছিল ১ লাখ ৬৪ হাজার ৫১১টি।

এসকে/রাতদিন নিউজ