কুকুরের পর এবার বিড়ালের দেহে করোনাভাইরাস শনাক্ত

বেলজিয়ামে এক বিড়ালের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে হংকংয়ে দুটি কুকুরের শরীরে করোনা সংক্রমণের কথা জানা গিয়েছিলো। বিজ্ঞানীরা বলছেন, মানবজাতির এই শত্রু এখন বিভিন্ন প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ছে।

বেলজিয়ামের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, দেশটিতে করোনায় আক্রান্ত এক ব্যক্তির কাছ থেকে তার পোষা বিড়ালের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। মানুষের শরীর থেকে পোষা প্রাণীতে এ ধরনের সংক্রমণের ঘটনা হংকংয়ের দুটি কুকুরের বেলায়ও ঘটেছে। তবে মানুষ থেকে প্রাণীতে সংক্রমণের হার খুবই কম। খবর দ্য হাফিংটন পোস্টের।

বেলজিয়ামের ফেডারেল পাবলিক সার্ভিস হেলথের ভাইরোলজিস্ট স্টিভেন ভ্যান গুচট বলেন, সম্প্রতি ভেটেরিনারি মেডিসিন অনুষদ থেকে একটি বিড়ালে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা সম্পর্কে তথ্য জানানো হয়েছে। বিড়ালটি তার মালিকের কাছেই থাকত। এটির দেহে সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ার এক সপ্তাহ আগে তার মালিকের করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়।