কুড়িগ্রামে করোনা উপসর্গে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামে নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারীতে করোনার উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু এবং তাদের পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, আজ রোববার, ২৬ এপ্রিল ভোরে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা গ্রামে ৬ মাস বয়সী শিশু করোনা উপসর্গ নিয়ে মারা যায়। জন্মের পর থেকে ওই শিশু অসুস্থ ছিল। সম্প্রতি তাকে নিয়ে রংপুর মেডিকেল হাসপাতালে গিয়েছিলেন তার পরিবার। নিশ্চিত হওয়ার জন্য ওই শিশুটি ও তার পিতার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এস এম সায়েম জানান, ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহী বাজার গ্রামে ৬ বছরের শিশুর তীব্র জ্বরসহ খিচুনি ছিল। এ অবস্থায় মেয়েটি রোববার ভোরে মারা যায়। মেয়েটির বাবা কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। অধিকতর সতর্কতার জন্য শিশুটির এবং পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এইচএ/রাতদিন