কুড়িগ্রামে প্রকাশ্যে বাক্স ভেঙে দরপত্র ছিনতাই

কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার, ১৮ জানুয়ারি সকালে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছে।

হাসপাতাল সূত্র মতে, ২০২০-২১ অর্থবছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের এমএসআর সামগ্রী ক্রয়ে দরপত্র আহবান করা হয়। গত ৩০ ডিসেম্বর ৪৫ লাখ টাকার এ দরপত্র আহবান করা হয়।

আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল। জমাদানের শেষ দিন সকালে উপস্থিত কর্মচারীদের জিম্মি করে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত টেন্ডার বাক্সটির তালা ভেঙে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  সুভাষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান,একদল দুর্বৃত্ত দরপত্র জমা দেয়ার কথা বলে আমার কক্ষে প্রবেশ করে। পরে উপস্থিত কর্মচারীদের জিম্মি করে টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্র ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে উলিপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এবি/রাতদিন

মতামত দিন