কুড়িগ্রামে প্রেম প্রস্তাবে সাড়া না পেয়ে স্কুলছাত্রী জবাই, ঘাতকের আমৃত্যু কারাদন্ড

কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ছাত্রী হত্যার দায়ে আনোয়ারুল ইসলাম নামে এক যুবকের আমৃত্যু কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। ২০১৫ সালে ওই ছাত্রীকে তার নিজ বাড়ীতে জবাই করে হত্যা করা হয়।

সোমবার, ৯ নভেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় প্রদান করেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট ফখরুল ইসলাম।

মামলার বিবরনে জানা গেছে, প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়ে প্রতিবাদ করায় ২০১৫ সালের ১৪ জুন রৌমারী উপজেলার শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরজিনা খাতুনকে হত্যা করা হয়। তাকে তার বোয়ালমারীর বাড়িতে জবাই করে হত্যা করে অভিযুক্ত আনোয়ারুল। ঐ ছাত্রীর মা বাইরে কাজ সেরে বাড়িতে ফিরে মেয়ের গলাকাটা লাশ দেখতে পায়।

পরে নিহত আরজিনা খাতুনের মা সাজেদা খাতুন বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানীর পর আজ সোমবার দুপুরে এ মামলার রায় দেয়া হয়।

জেএম/রাতদিন