কুড়িগ্রামে বিষক্রিয়ায় প্রাণ গেল শ্রমিকের

কুড়িগ্রামে সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় রতন মিয়া (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার, ২৭ এপ্রিল দুপুরের দিকে পৌরশহরের কামারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রতন কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আতারাম গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে বলে জানা গেছে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড (সিভিল ডিফেন্সের) উপ-সহকারি পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কামারপাড়া গ্রামের পশু চিকিৎসক ওয়াজেদ মিয়ার ছেলে মামুনের বাড়িতে নতুন সেফটি ট্যাংকের সাটার খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন সেখানে ঢলে পড়ে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিসৎক মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, সেফটি ট্যাংকের ভিতরেই বিষক্রিয়ায় রতন মারা গেছেন।

এবি/রাতদিন

মতামত দিন