কুড়িগ্রামে শুরু হলো জাতীয় মহিলা ভলিবল প্রতিযোগিতা, অংশ নিচ্ছে দেশের ১২ জেলা

কুড়িগ্রাম স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা। ৪ দিনের এ খেলায় ৪টি গ্রুপে ১২ টি জেলার মহিলা ভলিবল দল অংশ নিচ্ছে।

আজ শনিবার, ১৩ মার্চ এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় তিনটি গ্রুপের ছয়টি দল অংশগ্রহণ করে। ‘ক’ গ্রুপের রাজশাহী জেলা দল ৩-০ সেটে রংপুর জেলা দলকে পরাজিত করে। ‘গ’ গ্রুপের খুলনা জেলা দল ৩-০ সেটে রাঙ্গামাটি জেলা দলকে পরাজিত করে। ‘ঘ’ গ্রুপের রাজবাড়ী জেলা দল ৩-০ সেটে স্বাগতিক কুড়িগ্রাম জেলা মহিলা দলকে পরাজিত করে।

এছাড়াও দিনের দ্বিতীয় খেলায় ‘ক’ গ্রুপে সাতক্ষীরা জেলা দল ৩-০ সেটে রংপুর জেলা দলকে পরাজিত করে।

আগামী ১৬ মার্চ এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবারে জাতীয় পর্যায়ের মহিলা ভলিবলের সমগ্র আয়োজন কুড়িগ্রামে অনুষ্ঠিত হচ্ছে।

খেলায় রাজশাহী, রাজবাড়ী, রংপুর, খুলনা, পাবনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাঙ্গামাটি, বাগেরহাট, কুমিল্লা, সাতক্ষীরা এবং স্বাগতিক কুড়িগ্রাম জেলা দল অংশ গ্রহন করছে।

জেএম/রাতদিন

মতামত দিন