কুড়িগ্রাম-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে

কুড়িগ্রাম থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই করেছে লালমনিরহাট রেল বিভাগ। কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে ওই রেলপথে ট্রেন চালাতে এ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ মে পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম- ঢাকা আন্তঃনগর ট্রেন চলাচলের ঘোষণা দেন।

মঙ্গলবার, ২৮ মে লালমনিরহাট রেলওয়ের বিভাগের শফিকুর রহমানের নেতৃত্বে একটি দল কুড়িগ্রামের রমনা স্টেশন পর্যন্ত পরির্দশন করেন। এসময় তারা রেলপথ ও স্টেশনগুলোর খুঁটিনাটি দিক পর্যালোচনা করেন।

ওই দলে ছিলেন ডিটিএস শওকত জামিল মহশী, বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, বৈদ্যুতিক প্রকৌশলী হাবিবুর রহমান, ভূ-সম্পত্তি কর্মকর্তা রেজওয়ানুল হক ও প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

রেলওয়ের একটি সূত্র জানায়, কুড়িগ্রাম-ঢাকা রেলপথে আন্ত:নগর ট্রেন চালু করতে প্রয়োজনীয় কাজ শেষে শীঘ্রই একটি ট্রেন চালু হতে পারে।

এবি/রাতদিন