কুড়িগ্রাম-রমনা রেলপথের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রেলের নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে কুড়িগ্রাম থেকে চিলমারীর রমনা রেল স্টেশন পর্যন্ত রেল লাইনের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার. ৯ সেপ্টেম্বর এ অভিযানে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে লাইনের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে রেল লাইনের একদিকে ৩০ ফুট ও অন্যদিকে ৯০ ফুটের মধ্যে অবস্থিত কাচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় স্টেট অফিসার পুর্নেন্দু দেব জানান, কুড়িগ্রাম থেকে রমনা বাজার রেল স্টেশন পর্যন্ত রেল লাইনের উভয় পাশে রেলের জায়গায় যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদের জন্য অভিযান চলছে।

ইতোপূর্বে সংশ্লিষ্টদের নোটিশ দিয়ে এবং মাইকিং করে উচ্ছেদের বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এইচএ/রাতদিন