কেনিয়ায় হোটেলে জঙ্গি হামলা, নিহত ১১

কেনিয়ায় বিলাসবহুল একটি হোটেলে জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির রাজধানী নাইরোবিতে মঙ্গলবার, ১৫ জানুয়ারী রাত ৩টার দিকে এ হামলা শুরু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

প্রতিবেদনে বলা হয়, ওয়েষ্টল্যান্ডস জেলার একটি ভবন থেকে গোলাগুলি ও বিষ্ফোরণের শব্দ শোনা গেছে। হোটেল ছাড়াও ওই ভবনে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়।

নিহতদের মধ্যে একজন তাদের একজন নাগরিক রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতের।

এই হামলার দায় স্বীকার করেছে সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল শাবাব।

ছবিঃ সংগৃহীত

অন্যদিকে, এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। বন্দুকধারী হামলাকারীরা প্রথমে ডুসিটডি২ হোটেলের পার্কিংয়ে রাখা গাড়িতে হামলা চালায় এবং একজন হামলাকারী আত্মঘাতী বোমার বিষ্ফোরণ ঘটায়।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেলে  ‍ঢুকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুসিটডি২ হোটেলের  এই হামলার আগে ২এপ্রিল, ২০১৫ দেশটির গ্রাসিয়া বিশ্ববিদ্যালয়ে হামলায় প্রাণ হারান ১৪৮ জন। ২০১৩ সালে ওয়েষ্টএজ শপিং মলে হামলায় প্রাণ হারান ৬৭ জন। ওই দুটি হামলার দায়ও স্বীকার করেছিলো জঙ্গি সংগঠন আল শাবাব।

আরআই/১৬.০১.২০১৯