লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের ছেলে অনন (২৫), গোকুন্ডা যুবলীগের তারেক (৩০) সহ কমপক্ষে ১২জন আহত হয়েছেন।
শনিবার,২৬ অক্টোবর দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এ সংঘর্ষ বাঁধে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভায় সকাল ১০টা থেকে জেলা পরিষদ অডিটোরিয়ামে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক উপস্থিত হওয়ার পর জেলা আওয়ামীলীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এন এ/ রাতদিন