কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে রমেকে আরও ১ চীনফেরত শিক্ষার্থী ভর্তি

করোনাভাইরাস (কোভিড-১৯) সন্দেহে চীন ফেরত আরও এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

ওই শিক্ষার্থীর বাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে।

এ নিয়ে রমেকে করোনাভাইরাস রোগ সন্দেহে ৩ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে একজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। অপর দুইজন রমেক হাসপাতালে চিকিৎসাধীন।

রমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. নারায়ণ চন্দ্র জানান, ৩ দিন আগে শিক্ষার্থী তৌফিক চীন থেকে দেশে ফিরে বাসায় আসে। মঙ্গলবার থেকে সে হঠাৎ জ্বর সর্দি ও বুকে ব্যথা অনুভব করে। বুধবার দুপুর থেকে অসুস্থতা বেড়ে গেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে তাকে সরাসরি করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ভর্তি হওয়া শিক্ষার্থীর রক্ত লালাসহ আরও কিছু শরীরে অংশ বিশেষের পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব বিভাগে পাঠানো হচ্ছে।

এর আগে নীলফামারীর ডোমারের মির্জাগঞ্জের একজন ও লালমনিরহাটের কালীগঞ্জের চলবলা মদনপুরের আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এর মধ্যে লালমনিরহাটের শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই দুজন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ পায়নি আইইডিসিআর।

জেএম/রাতদিন