ক্ষমা পেলেন গোবিন্দগঞ্জের আ’লীগ নেতা রাফি

গত উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্বতন্ত্র অংশগ্রহণ করেছিলেন মুকিতুর রহমান রাফি। ওই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় হাইকমান্ড তাকে শোকজ করে। এ নোটিশের জবাবে ভুল স্বীকার করে দলের কাছে ক্ষমা চান রাফি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে রাফিকে ক্ষমা করে দেওয়া মর্মে চিঠি দেওয়া হয়।

বুধবার (৩০ অক্টোবর) মুকিতুর রহমান রাফি তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দেন। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ধন্যবাদ প্রিয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমাকে আমার মর্যাদাপূর্ণ জায়গাতে রাখার জন্য। সমবেদনা জানাচ্ছি সেই সমস্ত নেতাদের যারা এতো দিন মাইকে চিৎকার করে মাইক ফাটাচ্ছিলেন মুকিতুর রহমান রাফি বহিষ্কার এবং মিষ্টি বিতরণ করতেন তাদের এই সংসাজা আনন্দগুলো বিফলে গেল।

এর আগে ২১ অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠি মুকিতুর রহমান রাফি বরাবর প্রেরণ করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করে দেওয়া হয়।

এনএ /রাতদিন