খালেদা জিয়ার জামিন খারিজ, রংপুরে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন খারিজ হওয়ায় রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটির নেতা কর্মীরা।

বৃহস্পতিবার, ১২ডিসেম্বর দুপুরের দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন সকাল থেকে বিএনপি কার্যালয়ে নেতাকর্মী অবস্থান নিতে শুরে করে। দুপুর ১টার দিকে খালেদা জিয়ার জামিন নামঞ্জুর হওয়ার সাথে সাথে রংপুর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শুরু করে।

মিছিলটি দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। পরে পুলিশি বাঁধায় সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও রংপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ১নং যুগ্ম সম্পাদক আনিসুর রহমান লাকু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শরিফ নেওয়াজ জোহা প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন, রংপুর জেলা যুবদলের নাজমুল আলম নাজু সভাপতি, সাধারণ সম্পাদক জেলা যুবদলের সামসুল হক ঝন্টু, মহানগর যুবদল সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আকিবুল রহমান মনু, জেলা কৃষক দলের আহবায়ক শাহাদত হোসেন আনোয়ার, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী রংপুর সহ বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল মহিলাদল শ্রমিক দলের নেতৃবৃন্দ।

খালেদা জিয়ার এই শুনানি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই রংপুর বিএনপি কার্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। তবে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপি কার্যালয়ের মুল ফটকে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

জেএম/রাতদিন