গংগাচড়ায় রেকর্ড সংক্রমণ, রংপুরে ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে বৃহত্তর রংপুরের দুই  জেলায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ  সংক্রমিত ১৭ জনের মধ্যে ১৪ জনই রংপুর জেলার। আক্রান্তের মধ্যে চিকিৎসা পেশায় জড়িত তিনজন ও একজন প্রকৌশলী রয়েছেন। জেলার গংগাচড়া উপজেলায়ই এদিন সর্বোচ্চ ৪ জন করোনায় আক্রান্ত শরাক্ত হয়।

রোববার, ৭ জুন বিকেলে এসব তথ্য জানান রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে নতুন করে রংপুরে ১৪ জন ও গাইবান্ধা জেলায় ৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

রমেক অধ্যক্ষ জানান, রংপুর জেলার আক্রান্ত ১৪ জনের মধ্যে রয়েছেন, রংপুর নগরীর পর্যটন মোড় এলাকার এক মহিলা (৬৪), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগের কর্মচারী (৫০), ধাপ লালকুঠি এলাকার এক পুরুষ (৩৯), কুকরুল এলাকার এক পুরুষ (৪৫), তামপাট এলাকার এক পুরুষ (৩৮), মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের ২ কর্মচারী, পীরগাছা উপজেলার এক পুরুষ (৩২), মমিনপুর ইউপি চেয়ারম্যান (৫০), ইউপি চেয়ারম্যানের স্বামী প্রকৌশলী (৬৫), গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৫৫), গঙ্গাচড়া উপজেলার ৩ পুরুষ।

এছাড়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের ৩ জন পুরুষ নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

নতুন এই ১৪ জন শনাক্তের ফলে রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৭৮ জনে। আর জেলার ২০৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৯ জন।

জেএম/রাতদিন