গঙ্গাচড়ায় ভাঙন এলাকা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান, দ্রুত সহায়তার আশ্বাস

রংপুরের গঙ্গাচড়ায় নদী ভাঙন স্থান পরিদর্শন করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। এসময় তিনি উপজেলার লক্ষীটারী ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন।

সোমবার, ২৯ জুন দুপুরে তিনি লক্ষিটারী ইউনিয়নের পূর্ব ইচলী গ্রামের ভাঙন কবলিত এলাকায় যান।

ভাইস চেয়ারম্যানকে পেয়ে ভাঙনকবলিত ওই এলাকার মানুষেরা তাদের সর্বশ্বান্ত হওয়ার কথা বলেন।

ভাঙনে সর্বশ্বান্ত হওয়াদের একজন পুর্বইচলী গ্রামের দুলাল মিয়া। ভাইস চেয়ারম্যানের কাছে বিভীষিকাময় সেই সময়ের কথা বলতে গিয়ে দুলাল জানান, মূহুর্তেই তার ঘর, গাছপালা, বাঁশবাগানসহ বসতভিটার  প্রায় ৩০ ফুট অংশ নদী ভাঙনে বিলীন হয়ে যায়।

কান্নাজড়িত কন্ঠে দুলাল এসময় জানান, ওই ঘরটিতে তার মা থাকতেন। ঘরের জিনিসপত্র বের করার সময়ও পাননি তিনি। 

উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম এসময় ক্ষতিগ্রস্থদের কথা মন দিয়ে শোনেন। তিনি ক্ষতিগ্রস্ত দুলাল মিয়ার পরিবারকে দ্রুত সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। সেইসাথে অন্য ক্ষতিগ্রস্থদের ব্যাপারেও দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেন।

জেএম/ রাতদিন