গঙ্গাচড়ায় ৫শ’ বন্যার্ত পেল ব্যক্তি উদ্যোগের ত্রাণ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে। কাউছ ক্যামিক্যাল ওয়ার্কস ঢাকা (হাকিমপুরী জর্দ্দা) এর মালিক হাজী মোঃ কাউছ মিয়ার উদ্যোগে ৫’শ বন্যার্তর মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

আজ শুক্রবার, ৭ আগষ্ট বনার্তদের মাঝে এসব ত্রান বিতরণ করেন ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি রেজাউল কবির রঞ্জু ও কাউছ ক্যামিক্যাল ওয়ার্কস এর এজেন্ট ও রংপুর নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী আরশাদ আলী।

এ সময় ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্যবসায়ী মনু মিয়া, সাগর মিয়া, সমাজ সেবক শহিদুলসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন প্রত্যেককে ১৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ কেজি করে লবন দেওয়া হয়।

প্রসংগত, ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল কবির রঞ্জুর অনুরোধের প্রেক্ষিতে বনার্তদের সহায়তা প্রদান করেন হাকিমপুরী জর্দ্দা প্রতিষ্ঠানের মালিক।

প্রতিষ্ঠানটির এজেন্ট আরশাদ আলী এসময় জানান, রংপুরের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে তাদের এ ধরনের ত্রান বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

জেএম/রাতদিন