গরমে একদিনেই বিহারে মারা গেছেন ৪৪ জন

 ভারতের বিহারে তীব্র তাপপ্রবাহে  একদিনেই কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর অসুস্থ হয়েছেন অনেকে।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়,  চলতি মৌসুমে বিহারের তাপমাত্রা গত ১০ বছরের রেকর্ড ছাপিয়েছে। শনিবার, ১৫ জুন সেখানে তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গয়ার তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস। ভাগলপুরের তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি। সেই সঙ্গে চলতে থাকে তীব্র তাপপ্রবাহ। তাতেই মৃত্যুর মিছিল শুরু হয়।

বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঔরঙ্গাবাদে ২২ জনের মৃত্যু হয়েছে। গয়ায় মারা গিয়েছেন ২০ জন। নওয়াদায় প্রাণ হারিয়েছেন দু’জন।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাপপ্রবাহ এবং প্রচণ্ড গরমে হিটস্ট্রোক হয়েই এত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে।

ওই তিন জেলার প্রশাসনকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

তবে শুধুমাত্র ঔরঙ্গাবাদ, গয়া এবং নওয়াদা নয়, পটনা, ভাগলপুর, পূর্ণিয়াসহ আরও অনেক জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি ছিল শনিবার। আগামী কয়েক দিনও এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবি/রাতদিন