গাইবান্ধায় ইক্ষু গবেষণা কেন্দ্রে নৈশ প্রহরীর মরদেহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার, ৭ সেপ্টেম্বর সকালে সরকারি ইক্ষু গবেষণা কেন্দ্রের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নৈশ প্রহরীর নাম কুতুব উদ্দিন (৪২)। তিনি মাগুরা সদরের পারনন্দাই এলাকার আহম্মেদ চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বৈঠাখালী নামক স্থানে সরকারি ইক্ষু গবেষণা কেন্দ্রে নির্মাণের কাজ চলছে। সেখানে প্রতিদিনের ন্যায় কুতুব উদ্দিন নৈশ পাহারায় ছিলেন।

শনিবার সকালে শ্রমিকরা ইক্ষু গবেষণা কেন্দ্রে কাজে এসে কুতুবের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, শনিবার সকালে কুতুব উদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে জানিয়ে রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়।

এনএইচ/রাতদিন