গাইবান্ধা-৩ উপনির্বাচনে জয়ী উম্মে কুলসুম স্মৃতি

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বিজয়ী হয়েছেন।

শনিবার, ২১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি নৌকা প্রতীকে ২ লাখ এক হাজার ৪৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট। নির্বাচন চলাকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মারা যান। পরে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। যার ফলে ২১ মার্চ অনুষ্ঠিত হলো উপ-নির্বাচন।

এনএ/রাতদিন