গাছে বেঁধে বৃদ্ধাকে পেটালো প্রতিবেশীরা

এক বৃদ্ধাকে গাছের সাথে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামে গত রোববার এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার সাথে জড়িত সুমন মিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সুমনের মা ও স্ত্রী ওই বৃদ্ধাকে মারধরের কথাটি স্বীকার করেছেন।

বৃদ্ধা বেলুয়া খাতুনের স্বামীর নাম শহীদুল্লাহ মোল্লা। তাকে আহত  অবস্থায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বেলুয়া খাতুন সাংবাদিকদের জানান, প্রতিবেশী সুমন ও মিজানুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমির বিরোধ চলছে।

তিনি বলেন, ‘রোববার সুমন ও মিজান জমিতে বেড়া দিতে গেলে আমি বাধা দিই। কথাকাটাকাটির একপর্যায়ে তারা আমাকে টেনে-হিঁচড়ে নিয়ে ঘরের পিলারের সাথে বাঁধে। পরে তারা আমাকে বাড়ির উঠানে আমগাছের সাথে বেঁধে মারধর করে।’

সুমনের মা বদরুন্নেছা বেগম বলেন, ‘আমি তাদের নিষেধ করেছিলাম। কিন্তু তারা উত্তেজিত হয়ে বেলুয়া খাতুনকে মারধর করে। এটা ঠিক হয়নি।’

সুমনের স্ত্রী রোজিনা বেগমও একই কথা বলেন, ‘তাদের সঙ্গে জমির বিরোধ আছে। কিন্তু তাকে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি।’

বেলুয়া খাতুনের স্বামী শহীদুল্লাহ মোল্লা জানান, এ ঘটনায় আদালতে মামলা করেছেন তিনি। এতে মিজানুর সুমন, মিজান, মানিক ও কাজল নামে চারজনকে আসামি করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. শাহ্ আলম বলেন, ‘খবর পেয়ে ওই দিনই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।’

এমবি/রাতদিন