গোবিন্দগঞ্জে বিদ্রোহ করে মেয়র হলেন রাফি

পৌরসভা নির্বাচনে সরকারদলীয় মনোনীত প্রার্থীর (নৌকা) চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুকিতুর রহমান রাফি (নারিকেলগাছ)।

শনিবার, ৩০ জানুয়ারি রাত ৮টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোতালিব এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে মেয়র পদে জয় পেয়েছেন মুকিতুর রহমান রাফি (নারিকেলগাছ)। তার কাছের প্রতিদ্বন্দ্বী বিএনপির ফারুক আহমেদ (ধানের শীষ) ভোট পেয়েছেন ৫ হাজার ৪৯৪। এদিকে আওয়ামী লীগের খন্দকার জাহাঙ্গীর আলম (নৌকা) ৫ হাজার ৩৯ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আনিসুর রহমান (হাতপাখা) পেয়েছেন ২১৮ ভোট। তবে একমাত্র নারী মেয়র প্রার্থী জহুরা খাতুন আনিকা (মোবাইল ফোন) পেয়েছেন মাত্র ৫০ ভোট।

নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

গোবিন্দগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রের ৮৩টি ভোটকক্ষে ২৯ হাজার ৯৭৯ জন ভোট দেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৬৪ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৩০৫ জন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এই পৌরসভাতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হয়।

এনএ/রাতদিন

মতামত দিন