গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সৈয়দপুর ফুটবল একাডেমি

দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। । খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমি ১- ০ গোলে রাজশাহী কিশোর ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠেছে।

শুক্রবার, ২৪ জানুয়ারী পার্বতীপুরের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে এই সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয় বিকেল ৩ টা ৫০ মিনিটে। খেলার প্রথমার্ধ গোলশুন্য থাকলেও দ্বিতীয়াধের্র শেষ মুর্হুতে সৈয়দপুর ফুটবল একাডেমির খেলোয়াড়রা একটি গোল করেন। দলের পক্ষে একমাত্র গোলটি করেন ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোর্শেদুল।

প্রসঙ্গত, এর আগে পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সৈয়দপুর ফুটবল একাডেমি তিন বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সৈয়দপুর ফুটবল একাডেমির টিম ম্যানেজার সুশান্ত কুমার রায় এবারও চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

টুর্ণামেন্টের গতকালকের প্রথম সেমিফাইনাল খেলাটি পরিচালনা করেন ঠাকুরগাঁওয়ের রেফারি মো. হাসানুজ্জামান বিপ্লব। আর সহকারি রেফারি ছিলেন ঠাকুরগাঁওয়ের মো. আলতাফুর আলীম ও মো. দারুল ইসলাম। পুরো খেলাটির ধারা ভাষ্য দেন দিনাজপুরের বীরগঞ্জের মো. তইফুল ইসলাম তফু।

আগামী শুক্রবার, ৩১ জানুয়ারী টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দিনাজপুরের পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব ও সিরাজগঞ্জের জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।

জেএম/রাতদিন