চকবাজারে অগ্নিদগ্ধদের পাশে সমাজকল্যাণ মন্ত্রী

চকবাজারের অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গিয়েছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় তিনি প্রত্যেক দগ্ধ ব্যক্তিকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা করে প্রদান করেন।

নুরুজ্জামান আহমেদ যে কেনো সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাসও দেন। এসময় তাঁর সাথে ছিলেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

পরে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সাংবাদিকদের বলেন, ‘অগ্নিকান্ডে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের কর্মসংস্থান সৃষ্টি করা যায় কি-না সেটারও চিন্তা ভাবনা চলছে।’

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ জানান, সমাজসেবা অধিদপ্তরের একটি দল অগ্নিদগদ্ধদের সার্বক্ষণিক খোঁজখবর রাখবে।

এ সময় সেখানে ছিলেন সংসদ সদস্য হাজী মো. সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নূরুল কবীর।