চলে গেলেন সৈয়দপুরের সাংবাদিক নজু’র বড় ভাই

দৈনিক ইনকিলাব পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা সংবাদদাতা নজির হোসেন নজু’র বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সামশুল হক শাহ্ (হুমায়ুন কবির) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মঙ্গলবার, ২১ মে বিকেল সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে,দুই মেয়ে, বন্ধু-বান্ধব,অসংখ্য আত্মীয়স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার, ২২ মে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামে বাদ জোহর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে রাষ্ট্রীয় মর্যাদায়  তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সৈয়দপুর রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে ডেপুটি কমান্ডার মোজাম্মেল হক মরহুমের কফিনের পুষ্পমাল্য অর্পণ করে।

এসময় চিরিরবন্দর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম ও থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. হারেছুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ফতেজংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ নুলার শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুম সামশুল হক  শাহ্ সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন শপ’র কর্মচারী এবং রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।   

আইআর/রাতদিন