চলে গেলেন ‘সোনালী কাবিনের’ কবি আল মাহমুদ

কবি আল মাহমুদ আর নেই। শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি  রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এ কবির বয়স হয়েছিল ৮২ বছর।

তাঁর ব্যক্তিগত সহকারী কবি আবিদ আজম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত পৌনে ১১ টায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

তিনি নিউমোনিয়া ও বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হওয়ায় গত ৯ ফেব্রুয়ারি
হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন।

১৯৬৩ সালে তাঁর প্রথম কবিতার বই ‘লোক লোকান্তর’ প্রকাশিত হয়। এরপর প্রকাশিত হয়, ‘কালের কলস’ ও ‘সোনালী কাবিন’। কবিতা ছাড়াও আল মাহমুদ লিখেছেন উপন্যাস, গল্প, প্রবন্ধ ও আত্মজীবনী।

তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি (অগ্রণী ব্যাংক) পুরস্কার ও কলকাতার ভানুসিংহ সম্মাননাসহ বিভিন্ন পদক পেয়েছেন।

‘আমার মায়ের নাকের নোলক হারিয়ে গেল শেষে’ এমন অনেক কালজয়ী কবিতার স্রষ্টা তিনি।

এবি/রাতদিন