‘চল্লিশ পেরুলেই চালশে’ গবেষণা বলছে এটি ভুল

‘চল্লিশ পেরুলেই চালশে’ কবির সুমনের এ গানটি হয়তো মনে আছে আপনার। মনে থাকুক বা নাই থাকুক সাধারণত আমরা ধরে নিই চল্লিশ বছর পার হলেই শুরু হয় ক্ষয়িষ্ণু সময়। তবে গবেষণা বলছে ভিন্ন কথা। জানা গেছে পুরুষদের ক্ষেত্রে পরিপক্কতা শুরুই হয় চল্লিশের পরে। যদিও নারীদের ক্ষেত্রে এটি কিছুটা ভিন্ন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা করে দেখতে পান, পুরুষরা চল্লিশ বছরের পর পরিপক্কতা অর্জন করে।

এই গবেষণার জন্য ৪ থেকে ৪০ বছর বয়সি ১২১ জন মানুষের মস্তিষ্কে এমআরআই এর মাধ্যমে পরীক্ষা চালানো হয়।

এই গবেষণার উদ্দেশ্য ছিল, মানুষের মস্তিষ্ক পরিপক্কতা অর্জনের সময় কোন ক্রিয়াকলাপগুলোর পরিবর্তন ঘটে এবং কোনটি স্থির থাকে তা পর্যবেক্ষণ করা।

গবেষণায় দেখা গেছে, দৈনন্দিন জীবনের কার্যকলাপের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়েরই মস্তিষ্ক একইরকম কাজ করে। কিন্তু মস্তিষ্কের কার্যকরী নেটওয়ার্কগুলোর দীর্ঘমেয়াদী বিকাশে প্রায় ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষদের কিছুটা বিলম্ব ঘটে। এটি ৪০ বছর পর্যন্ত ঘটতে পারে।

সম্ভবত এই কারণেই বলা হয়, নারীদের তুলনায় পুরুষদের পরিপক্কতা দেরীতে ঘটে।

মেক্সিকোর ইউএনএএম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এডুয়ার্ডো ক্যালিক্সটো বৈজ্ঞানিক এক প্রতিবেদনে ব্যাখা করে বলেন, যদিও পুরুষের মস্তিষ্ক বড় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নারীরা ভালো দক্ষতা দেখায়।

গবেষকরা মনে করেন, হরমোনগত পার্থক্যের কারণেই এটি ঘটে থাকে।

শান্ত/রাতদিন