চাঁদের উদ্দেশ্যে সোমবার রওনা দেবে ভারতীয় মহাকাশযান

চাঁদের উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য আবার প্রস্তুত ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-২। এর আগে গত ১৫ জুলাই স্থগিত হয়ে যায় চন্দ্রযান ২-অভিযান।

সোমবার, ২২ জুলাই চাঁদের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে এই মহাকাশযানটির। সবকিছু ঠিক থাকলে ওই দিন দুপুরে এটি চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৪৩ মিনিটে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান-২। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (ইসরো) এই তথ্য নিশ্চিত করেছে।

আগেরবার জ্বালানি ভরার সময় সমস্যা দেখা দেয়ায় কাউন্টডাউন শেষমুহূর্তে স্থগিত করা হয়। এই ত্রুটির কারণে উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে বাতিল করে দেয়া হয় চন্দ্রযান-২ অভিযানের যাত্রা।

এই অভিযানে প্রায় ১ হাজার কোটি রুপি অর্থ ব্যয় হচ্ছে ভারতের। এর আগে ২০০৮ সালে চাঁদে ‘চন্দ্রযান-১’ নামের মহাকাশযান পাঠায় ভারত।

ওই মহাকাশযানটি বর্তমানে চাঁদের কক্ষপথেই ঘুরে চলেছে। অবশ্য এটিতে কোনও ল্যান্ডার ও রোভার ছিল না।

শান্ত/রাতদিন