চালু হয়েছে থ্রিজি-ফোরজি ইন্টারনেট

আবারও মোবাইলে চালু হয়েছে থ্রিজি ও ফোরজি ইন্টারনটে সেবা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থ্রিজি ও ফোরজি ইন্টারনেট চালু হয়। বাংলাদশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনরে (বটিআিরস)ি জেষ্ঠ্য সহকারী পরিচালক জাকরি হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেনে ।

এদিকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বেশকিছু গ্রাহকদের সাথে থ্রিজি ও ফোরজি সেবা নিয়ে কথা হয়েছে রাতদিন নিউজের নিজস্ব প্রতিবেদকদের। এতে মঙ্গলবার সকাল থেকে থ্রিজি ও ফোরজি সেবা পেয়ে দারুন খুশি ইন্টারনেট ব্যবহারকারীরা।

তথ্য মতে, একাদশ জাতীয় সংসদ নিবার্চনে গুজব এড়াতে র্সবশষে ৩০ ডিসেম্বের রাত ১০টার পর থেকে থ্রিজি ও ফোরজি বন্ধ করে দেয়া হয়। তবে মোবাইলে থ্রিজি ও ফোরজি বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনটে চালু ছিল বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

উল্লেখ, সারাদেশে প্রায় ৬০ লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক রয়েছেন।

এমআরডি-০৯/০১.০১.২০১৯

মতামত দিন