‘চিকিৎসা পায়নি ম্যারাডোনা, অ্যাম্বুলেন্স এসেছে দেরিতে’

কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনাকে হারিয়ে শোকে কাতর ফুটবল দুনিয়া। এমন সময় তার আইনজীবী ও বন্ধু ম্যাটিস মোরলা দাবি করেছেন, মৃত্যুর আগে চিকিৎসা না দিয়ে ফেলে রাখা হয়েছিল ম্যারাডোনাকে। এমনকি ‘ফুটবলের ইশ্বর’ যখন গুরুতর অসুস্থ তখন অ্যাম্বুলেন্স আসতে দেরি করে বলেও দাবি করেন তিনি।

এই খবরটি প্রকাশ করেছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

ওই খবরে আরো বলা হয়, বুধবার, ২৫ নভেম্বর ম্যারাডোনার মৃত্যুর দিন তাকে ১২ ঘণ্টা কোনো চিকিৎসা সহায়তা দেয়া হয়নি। এমনকি তিনি যখন অসুস্থ তখন প্রায় ৩০ মিনিট দেরি করে অ্যাম্বুলেন্স আসে। এর মাত্র দুই সপ্তাহ আগে তার ব্রেইনে অস্ত্রোপচার করা হয়েছিল।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে নানা আনুষ্ঠানিকতা চলছে।  ইতোমধ্যে লাশের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। এখন শেষকৃত্যের প্রস্তুতি চলছে। অথচ ফুটবলের কিংবদন্তির আইনজীবী ও বন্ধু এই গুরুতর অভিযোগটি করলেন।

আরআই/রাতদিন