চেয়ারম্যানের মুরগী খামারে ৮৬৯ বস্তা চাল, বিক্রির সময় হাজির পুলিশ

দিনাজপুর ঘোড়াঘাটের মুরগীর খামার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৮৬৯ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ওই মুরগী খামারের মালিক শিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান।

রোববার, ১৯ এপ্রিল দুপুরে গোপনে এই চাল বিক্রির সময় পুলিশ তা আটক করে।

জানা গেছে, চেয়ারম্যান আ.মান্নান তার স্ত্রী রহিমা বেগমের নামে ডিলারশিপ নিয়ে চারদিন আগে স্থানীয় গোডাউন থেকে ২৬ টন ৭০ কেজি চাল উত্তোলন করেন। সেই চাল তার নিজ বাড়ির পাশে মুরগীর খামারে লুকিয়ে রাখেন। রোববার দুপুরে গোপনে এগুলো বিক্রির সময় পুলিশ ঘটনাস্থলে গেলে চেয়ারম্যান পালিয়ে যায়।

পরে হাকিমপুর সার্কেল (পুলিশ) আকিউল ইসলাম ও ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ওই চাল উদ্ধার করেন।   

ইউএনও জানান, আটক চাল সোমবার কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হবে। চেয়ারম্যান ও ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।