‘চেয়ারম্যানের চেয়ারে’ হাতীবান্ধার মামুন

বাবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আর ছেলে মশিউর রহমান মামুনের বয়স সবেমাত্র ৩১ ছুঁইছুঁই। এই বয়সে ভোটযুদ্ধে নেমে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মামুন। তরুণ এই জননেতাকে বয়সের দিক থেকে শুধুমাত্র হাতীবান্ধার ইতিহাসে নয়, এবার রংপুর বিভাগের সর্বকনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখছেন স্থানীয়রা।

সেই তরুণ উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন বুধবার, ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব পালন শুরু করেছেন।

জানা যায়, গত ১০ মার্চ প্রথমধাপে অনুষ্ঠিত নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে ২৮ হাজার ৯১১ ভোট পেয়ে হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান নিবার্চিত হন মামুন। হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান মামুনের বয়স ৩১ বছরেরও কিছুটা কম। এর আগে তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি।

হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনের বাবা আতিয়ার রহমান আতি টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রায় এক যুগের বেশি সময় ধরে ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি। ওই পদে থাকা অবস্থায় দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েই ২০১৬ সালে অনষ্ঠিত ইউপি নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছিলেন মামুনের বাবা আতিয়ার রহমান।

ঢাকা কলেজ থেকে এমবিএ করেছেন মশিউর রহমান মামুন। বাবার হাত ধরেই রজানীতিতে জড়িয়ে পড়েন তিনি। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে পালন করেন মামুন।

জানা গেছে, নির্বাচনের আগে হাতীবান্ধায় ৫ প্রার্থীর মধ্যে একমাত্র প্রার্থী মশিউর রহমান মামুন নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। তার ইশতেহারে উপজেলাটির উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন তিনি।

গত সোমবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন করে তরুণ এ উপজেলা চেয়ারম্যান। সেখানে শপথ নিতে আসা বিভিন্ন উপজেলা চেয়ারম্যানদের অনেকেই অপেক্ষকৃত কম বয়সী উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে জড়িয়ে ধরে শুভকামনা জানান।

বুধবার উপজেলা পরিষদের দায়িত্ব বুঝে নেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন। পরে হাতীবান্ধা উপজেলা পরিষদের মাসিক সভায় যোগ দেন তিনি।