চ্যাম্পিয়নস লিগেই মাঠে ফিরছেন মেসি

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচ দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে মেসির। আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১টায় বার্সেলোনা মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে বার্সার প্রাণভোমরা লিওনেল মেসিকে।

কাফ ইনজুরিতে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন বার্সা অধিনায়ক। এ মৌসুমের শুরুর দিকের ৪টি ম্যাচ খেলতে পারেননি তিনি।

বার্সা কোচ এরনেস্তো ভালভারদে জানিয়েছেন, মেসির খেলা নিশ্চিত হবে ম্যাচ শুরুর আগে, ‘আমরা ম্যাচের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। তবে অনুশীলনে সে ভালোবোধ করায় সব কিছু মোটামুটি তার জন্য পরিষ্কার।’

সম্প্রতি মেসিকে ছাড়াও খুব উত্তুঙ্গ ফর্মেও নেই বার্সেলোনা। লা লিগায় ৪টি ম্যাচের মধ্যে জিতেছে ২টিতে। তবে মেসি না থাকাতেও আলো ছড়াচ্ছেন বার্সার কনিষ্ঠ ফুটবলার হয়ে গোল করা আনসু ফাতি। তাকেও রাখা হয়েছে এই স্কোয়াডে।

লিগের ‘এফ’ গ্রুপে ডর্টমুন্ড ছাড়াও বার্সার সঙ্গী ইন্টার মিলান, স্লাভিয়া প্রাগ।

শান্ত/রাতদিন