চ্যাম্পিয়নস লীগের শেষ আটে মেসিদের বিপক্ষে ম্যানইউ, রোনালদোর বিপক্ষে আয়াক্স

অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। আর আয়াক্সের মোকাবেলা করবে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস।

শেষ আটে ইংলিশ ক্লাব লিভারপুল তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগিজ ক্লাব পোর্তোকে। অপর দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও টটেনহাম হটস্পার মুখোমুখি হবে শেষ আটের লড়াইয়ে।

এর আগে বার্সেলোনা-ম্যানচেষ্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল ২০০৯ ও ২০১১ সালের আসরে । দু’বারই কাতালানরা নিজেদের জয় পেয়েছিল লিওনেল মেসির গোলে ।

এবারেই প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেষ্টার সিটি ও টটেনহাম হটস্পার ।

অন্যদিকে ১৬ বছর পর শেষ আটে পা রাখবে আয়াক্সের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস।

সেমিফাইনালে আয়াক্স কিংবা জুভেন্টাসের সঙ্গে দেখা হতে পারে সিটি বা টটেনহামের ।

২০০৫-০৬ মৌসুমের পর টানা তিনবারের চ্যাম্পিয়ন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ আর রিয়াল মাদ্রিদ এই প্রথম শেষ আটে পা রাখতে ব্যর্থ হয়েছে ।


এই নিয়ে টানা ১২বার শেষ আটে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। আর প্রথমবারের মতো শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ম্যানচেষ্টার ইউনাইটেডকে।

একসময়ের ইউরোপীয় ফুটবলের পরাশক্তি আয়াক্সের কাছে হেরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে।

এমবি/রাতদিন