জনগণের সেবা করা কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব : রংপুরের বিভাগীয় কমিশনার

রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম বলেছেন, জনগণের সেবা করা প্রজাতন্ত্রের প্রত্যেকটি কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব। আমারা কর্মকর্তা-কর্মচারীরা কাজ করবো জন প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে।

মঙ্গলবার, ৩০ জুলাই দুপুরে রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করনী ইউনিয়নের নয়া পুকুর মজিদা খাতুন মহিলা কলেজের হলরুমে এটুআই ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মন্ত্রীপরিষদ বিভাগের আয়োজনে নাগরিক মতামতের ভিত্তিতে ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নে করণীয় নিরুপন কর্মশালা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি, রংপুর জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, নয়া পুকুর মজিদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ একেএম শরিফুজ্জমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মাহাবুবার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, সদ্যপুষ্করনী ইউনিয়ের চেয়ারম্যান সোহেল রানা, রংপুর সদর ওসি তদন্ত কর্মকর্তা জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরাত সাদিয়া সুমি।

সারা দেশের ৮ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে সদ্যপুস্করনী ইউনিয়নে ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পের পাইলট প্রোগ্রাম শুরুর প্রাক্কালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এবি/রাতদিন