জলঢাকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের টিম

নীলফামারীর জলঢাকায় মুজিববর্ষে নির্মিত আশ্রয়ণ-২ প্রকল্পের একক ঘরগুলো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের টিম।

সোমবার, ১৫ ফেব্রুয়ারি সকালে উপজেলার মীরগঞ্জ ও ধর্মপাল ইউনিয়নে একক ঘরগুলো প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্প উপ প্রকল্প প্রকৌশলী আনোয়ার রহমান এর প্রতিনিধিত্বে পরিদর্শনে আসে প্রধানমন্ত্রী কার্যালয়ের টিম।

পরিদর্শনে যাবার পথে তারা স্থানীয় প্রশাসন কর্তৃক মনোনীত আশ্রয়ণ প্রকল্প-২ এর ২য় পর্যায়ের স্থানটিও পরিদর্শন করেন।

পরে তারা খোঁজ-খবর নেন সুবিধাভোগিদের। এসময় সুবিধাভোগীরা সমবেত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন। সুবিধাভোগীদের হয়ে পঙ্গু সুরুজ্জামান পরিদর্শন টিমের প্রধান সহ অন্যান্যদের মুখে মিষ্টি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্প উপ-সহকারী প্রকল্প প্রকৌশলী আরিফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সহিদ হোসেন রুবেল, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির খান হুকুম আলী,ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিনুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক আসাদুজ্জামান স্টালিন,কাজি মাহবুব প্রমূখ।

মতামত দিন